ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন

সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন। মঙ্গলবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই শিল্পী (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।


গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক কাজী ফারুক বাবুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা থেকে মুক্ত হলেও সম্প্রতি নিউমোনিয়ার সমস্যায় অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। সেখানেই মারা যান জানে আলম।


প্রখ্যাত সংগীতশিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জ জেলার হরিরামপুরে। দেশ স্বাধীন হওয়ার পরপরই সংগীতে অভিষেক হয় এই কিংবদন্তির। চার হাজারের মতো গান গেয়েছেন গুণী এই শিল্পী।

ads

Our Facebook Page